• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

পুলিশের হাতে আরটিভির ক্যামেরাপার্সন লাঞ্ছিত (ভিডিও)

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২২, ০২:৩২
পুলিশের হাতে আরটিভির ক্যামেরাপার্সন লাঞ্ছিত 
পুলিশের হাতে লাঞ্ছিত ইমরান হোসেন

চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন আরটিভি চট্টগ্রাম অফিসের ক্যামেরাপারসন ইমরান হোসেন ইমু খান। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইমু খান বলেন, পাথরঘাটা ব্রিকফিল্ড রোড ওয়াবদা কলোনিতে খেলাকে কেন্দ্র করে মারামারি হলে কোতোয়ালি থানা থেকে পুলিশ আসে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পথে আমার ছেলের দোকানের জিনিসপত্র ফেলে দেয়। ছেলের দোকানের মালামাল কেন ফেলে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করতে গেলে পুলিশের এক সদস্য আমাকে লাথি মারে। আমাকে মারার পাশাপাশি আমার ছেলেকেও আঘাত করে পুলিশ। এ সময় ছেলে আমার গায়ে পড়লে মাথায় ভীষণ ব্যথা পাই আমি।

ইমু খান আরও বলেন, এ ঘটনা আমি ভিডিও করতে গেলে আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। আমি সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও তারা আমার মোবাইল নিয়ে টানাটানি করে। পরবর্তী সময়ে পুলিশ আমার ছেলেকে লাথি মারার বিষয়টি অস্বীকার করে আমাকে বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির আরটিভি নিউজকে বলেন, এমন ঘটনা হওয়ার কথা নয়। দোকানে কেন হাত দিল, বিষয়টি খোঁজ নিচ্ছি। আপনি (প্রতিবেদক) আগামীকাল দুপুর ১২টার দিকে থানায় আসেন। বিষয়টি নিয়ে কথা বলব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র-জনতার ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা
পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার