ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের এমপি জাহিদুর রহমানসহ বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণায় এ আসনে উপনির্বাচনের হাওয়া লেগেছে। নির্বাচনে অংশ নিতে অনেকেই ভোটার ও কর্মী-সমর্থকদের কাছে ভেড়াতে নানান কৌশল অবলম্বন করতে শুরু করেছেন।
শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির সমাবেশে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার পর পরই রাজনৈতিক অঙ্গনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে ভূমিহীনদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ নিয়ে কথা বলেন এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আখতারুল ইসলাম।
আলহাজ আখতারুল ইসলাম বলেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগ করলে এ আসনে উপনির্বাচন হবে আর উপনির্বাচনে অংশ নিতে তিনি আওয়ামী লীগের একজন মনোনয়নপ্রত্যাশী।
তিনি আরও বলেন, এ আসনটি দীর্ঘদিন দিন ধরে জোট, মহাজোট এবং বিএনপির দখলে রয়েছে। আওয়ামী লীগ সরকার থাকলেও এখানে দলীয় এমপি না থাকায় এলাকায় তেমন উন্নয়ন হয়নি। এলাকার উন্নয়ন তরান্বিত করতে তিনি উপনির্বাচনে অংশ নিতে চান। এ জন্য কাজ করছেন।
এদিকে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকও এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার খবরে তিনিও দলে নেতাকর্মীদের কাছে ভেড়াতে ফোন চালাচালি শুরু করেছেন। সংরক্ষিত আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটাও বসে নেই। তিনিও মনোনয়ন পেতে কাজ করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বসিত ভাব পরিলক্ষিত হচ্ছে।
অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ প্রায় তিন মাস আগ থেকেই মাঠ গোছাতে শুরু করেছেন। এরই মধ্যে দলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করেছেন তিনি। এ আসনে উপনির্বাচন হচ্ছে, এমন খবরে আরও চাঙা হয়ে উঠেছেন তিনিসহ তার দলের নেতাকর্মীরা।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীও নেতাকর্মীদের একত্রিত করতে কাজ শুরু করে দিয়েছে। দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে। বিভিন্ন চায়ের দোকান, হাট-বাজারসহ পাড়া মহল্লায় বিএনপি’র এমপিদের পদত্যাগের ঘোষণায় বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীর ছবি দিয়ে দোয়া ও আশীর্বাদ চেয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন অনেকেই।