পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে পদ্মা নদীর মাঝে পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৪টা থেকে ওই অবস্থা তৈরি হয়।
সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশা কারণে বুধবার ভোর ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে ছোট বড় পাঁচটি ফেরি মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে।
তিনি আরও জানান, বাকি ফেরিগুলো দুই ঘাটে নোঙর করে আছে। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।