ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

‘আর্জেন্টিনার দূতাবাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে’

স্টাফ রিপোর্টার, সিলেট

রোববার, ১৮ ডিসেম্বর ২০২২ , ০৯:৫১ পিএম


loading/img

আর্জেন্টিনা বড় একটি দেশ। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রকৃতি একটি প্রতিবন্ধকতার সঙ্গে অনেকগুলো প্রতিভাও যোগ করে দেয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে শিগগির উদ্যোগ নেওয়া হবে। এ জন্য কিছু আনুষঙ্গিক কাজ আছে সেগুলো করতে হবে

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |