চট্টগ্রামে তাসলিমা আকতার নামে এক গৃহবধূ একসঙ্গে ছয় সন্তানে জন্ম দিয়েছেন। তবে মাত্র দেড় ঘণ্টা পর ছয় নবজাতকেরই মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক ও নার্সিং হোম নামের বেসরকারি একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত ছয় নবজাতকের বাবা দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুলা বাপের বাড়ির বাসিন্দা।
হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা জানান, অপরিণত হওয়ায় মাত্র দেড় ঘণ্টা জীবিত থাকার পর ছয় নবজাতকের মৃত্যু হয়। এর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে ছিল। তাদের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে ছিল। তবে তাদের মা সুস্থ রয়েছেন।
তিনি বলেন, গর্ভধারণের সাড়ে তিন মাস সময় থেকে তাসলিমা আমার তত্ত্বাবধানে ছিলেন। সাড়ে ৫ মাসের সময় তিনি জরায়ুর সমস্যা নিয়ে আসেন। পরীক্ষা করে একেক সন্তানের পজিশন একেক রকম পাওয়া যায়। এ কারণে জরুরি ভিত্তিতে ডেলিভারির সিদ্ধান্ত নিতে হয়।
মৃত নবজাতকদের মা তাসলিমা আকতার বলেন, আমি কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। সবই আল্লাহর ইচ্ছা। তিনি দিয়েছেন, আবার নিয়েও গেছেন।