ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আন্তঃনগর ট্রেনের ৪৯ টিকিটসহ আটক দুই 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ , ০৯:১০ এএম


loading/img

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের ৪৯টি অগ্রিম টিকিটসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১৪।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  সজীব কুমার দাস (৬০) ও বাচ্চু মিয়া (৫৬)।

বিজ্ঞাপন

এ বিষয়ে মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। আটককৃতরা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |