সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ লাখ টাকার হেরোইনসহ মো. সাইফুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর দপ্তর। এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সামনে ২৩৯ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম রাজশাহী জেলার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানিয়েছে, রোববার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সামনে থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৯ গ্রাম হেরোইন (যার মূল্য ২৪ লাখ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।