ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাজেকে আবারও উল্টে গেল পর্যটকবাহী জিপ, আহত ৪ 

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ , ০৬:৪২ পিএম


loading/img

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চট্টগ্রাম পাহাড়তলীর হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই আবারও পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া গত দুদিন পরপর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাজেক হাউজ পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সাদা রঙের জিপ (চট্ট মেট্রো-ন ১১৭৯৩০) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাউজ পাড়া এলাকায় জিপটি উল্টে যায়। এতে ৪ জন পর্যটক আহত হয়। এদের মধ্যে জুবেদা বেগম (৬২) মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত পর্যটকদের সবার বাড়ি ঢাকায় বলে জানা যায়।

বিজ্ঞাপন

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, সাজেকে এখন পর্যটকে ভরপুর। তাই যানবাহনের চাপ বেশি। এ জন্য দুর্ঘটনা বেশি হচ্ছে। দুই থেকে একদিনের মধ্যে চাপ কমে যাবে। তবে এই ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত গতিতে গাড়ি যাতে না চালায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে চালকদের সাবধান করা জরুরি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |