যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসির) একটি ট্রাকের চাপায় রিকশাভ্যানে থাকা তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। তখন স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহত ব্যক্তিরা হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি ও জোহরা বেগম (৬০)। নিহত অপরজন রিকশাভ্যানটির চালক। তার পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন, নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ।
যশোর কোতয়ালি থানার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, রোববার বিকেলে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।