বরিশালের উজিরপুর উপজেলায় ফেসবুকে কটূক্তির জেরে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর্তমান ইউপিসহ ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১ জানুয়ারি) রাতে উপজেলার বরাকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারে এ ঘটনা ঘটে। আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য লিটন বেপারী ও সাবেক সদস্য জামাল হোসেনের সঙ্গে আধিপত্যের বিস্তার নিয়ে রোববার রাতে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্তমান ইউপি সদস্য ও তার ভাই আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অপর পক্ষের দুই জন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি সদস্য লিটনের ভাই হাসান বেপারী জানান, তিনদিন আগে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহেআলম নিজ উদ্যোগে বরাকোঠা ইউনিয়নের গরিবদের ছাগল বিতরণের সময় তার ভাই লিটনকে পাঁচটি ছাগল দেন। বিতরণের জন্য এ ছাগলগুলো দেওয়া হয়েছিল। ছাগল পাঁচটি গরীবদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু পরাজিত প্রার্থী জামাল হোসেনের ভাই মিজানুর রহমান কামাল ও তার সহযোগীরা সরকারের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করে ‘ছাগল নিয়ে সহবাস’ লিখে পোস্ট দেয়।
তিনি জানান, গত শুক্রবার মসজিদে মুসল্লিদের বিষয়টি জানালে প্রতিপক্ষ মিজানুর রহমান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়। এর জেরে রোববার রাতে মিজানুর রহমান ও তার ভাইসহ ১৫-২০ জন পরিকল্পিতভাবে ডাবেরকুল বাজারে রাজ্জাকের দোকানে হামলা চালায়। খবর পেয়ে তিনিসহ ভাই লিটনের সঙ্গে আরও কয়েকজন সেখানে গেলে প্রতিপক্ষ তাদের ওপর চড়াও হয়। এসময় তাকে সহ লিটনকে কুপিয়ে আহত করে।