মেহেরপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার কাছে হাতেনাতে ধরা পড়েছে তিন চোর। এ সময় তাদের গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদরের কাঁঠালপোতা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। তারা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুরের ঠান্ডু মিয়ার ছেলে অপু মিয়া (১৯), সদরের চোরকোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল হোসেন (৪২) ও একই উপজেলার পাগলা কানাই গ্রামের সেকেন্দের আলীর ছেলে আনিছ (৩৬)।
স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া জানান, কয়েক দিন আগে কাঁঠালপোতা গ্রাম থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। যা সিসি টিভিতে স্পস্ট দেখা যায়। মঙ্গলবার তারা আবারও গ্রামের মাঠে এসে মোটরসাইকেলের তালা খোলার চেষ্টা করে। এ সময় কয়েকেজন স্থানীয় দেখতে পেয়ে চিকৎকার করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে ওই তিন চোরকে ধরে ফেলে।
সিসিটিভির ফুটেজ দেখে তাদের মোটরসাইকেলের চোর বলে শনাক্ত করে এলাকাবাসী। পরে তাদের গনপিটুনি দেওয়া হয়। এতে তারা মারাত্মকভাবে আহত হয়। পরে ঘটনাস্থলে সদর থানা পুলিশের একটি দল আসে। এ সময় পুলিশ তাদের নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থানায় তাদের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধীক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গেল কিছুদিন ধরে জেলায় মোটরসাইকেল চুরি বেড়ে গেছে।
ইতোমধ্যে সদর থানায় মোটরসাইকেলে চুরির দু’টি মামলা রয়েছে। এ ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ চক্রটিকে ধরার জন্য কাজ করে যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেল চুরির অনেক তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।