ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নওগাঁয় ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, হাসপাতালে বাড়ছে রোগী 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ১০:১৫ এএম


loading/img

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বছরের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মানুষ। বইছে ঠান্ডা বাতাস আর ঢেকে আছে ঘন কুয়াশায়, ফলে বাড়ছে শীতের তীব্রতা।

বিজ্ঞাপন

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে। 

নওগাঁর বদলগাছি আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিন থেকেই জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডার প্রকোপ আরও কদিন থাকতে পারে। ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক চাষিরা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয়। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |