রাজবাড়ীতে কুটিজান বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুটিজান বিবি সাদিপুর গ্রামের শহীদ আলী শেখের স্ত্রী।
শহীদ ওহাবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন ফরিদ গণমাধ্যমকে বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গেলে ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।