ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হেলিকপ্টারে বউ নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের অপু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৯:২৭ পিএম


loading/img
ছবি সংগৃহিত

কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে গেলেন নেত্রকোণার হরিজন সম্প্রদায়ের ছেলে অপু বাসফোর। মৃত বাবা দিলিপ বাসফোরের ইচ্ছা পূরণে হেলিকপ্টার ভাড়া করে কুড়িগ্রাম শহরের পাওয়ার হাউজ পাড়ার ভুট্ট হরিজনের কন্যা শ্রীমতী শনিতা রানীকে বিয়ে করতে আসেন। এরপর বউ নিয়ে বাড়ি ফিরে যান পেশায় চতুর্থ শ্রেণির কর্মচারী অপু।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবতরণ করা হেলিকপ্টার, বর ও কনেকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ।  আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে আসা একটি হেলিকপ্টার অবতরণ করে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে। হেলিকপ্টারে চড়ে এসে বিয়ে সেটি আবার হরিজন সম্প্রদায়ের বর-কনে।এতে উৎফুল্লতা ছিল চোখে পড়ার মত।

বিজ্ঞাপন

বর ও কনের স্বজনরা জানান, বর হেলিকপ্টারে কনে নিয়ে কুড়িগ্রাম থেকে নেত্রকোণায় যাবে।এটি আমাদের নিকট খুবই আনন্দের খবর। কেননা, এর আগে কখনও হেলিকপ্টারে করে আমাদের সম্প্রদায়ের কারো বিয়ে হয়নি। আমরা খুবই খুশি।

বর অপু বাসফোর জানান, আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পূরণে এই আয়োজন। আমার বড় ভাই, বোনের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। কনে নিয়ে বাড়ি ফিরতে পেরে আমি আনন্দিত।

কনের বাবা ভুট্ট হরিজন জানান, আমি গরীব মানুষ। কুড়িগ্রাম পৌর সভায় কাজ করি। আমার মেয়েকে বিয়ে করে হেলিকপ্টারে নিয়ে যাওয়াটা আমার ভাগ্য। আমি খুবই খুশি।

বিজ্ঞাপন

এদিকে হরিজন সম্প্রদায়ের বিয়ে হলেও জেলায় এটিই প্রথম হেলিকপ্টারে করে বিয়ের বর-কনে যাওয়ার ঘটনা। তাই এ বিয়েতে জেলা জুড়ে চলছে আলোচনা।

নিরাপত্তার দায়িত্বে থাকা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজেদ আলী বলেন, আমরা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলাম। খুব সুন্দরভাবে হেলিকপ্টার অবতরণ করে। বরযাত্রী কনে নিয়ে চলে গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |