ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভাড়াটিয়ার খাটের নিচে মিলল মালিকের স্ত্রীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ , ০৯:১৬ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা বড় বাড়ি এলাকায় ভাড়াটিয়ার খাটের নিচ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভাড়াটিয়া আমিনকে (২৬) পিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ওই এলাকার সবুজ আলীর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম শিরিনা বেগম (৬০)। তিনি সবুজ আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

নিহতের ছেলে মোশাররফ হোসেন জানান, আমাদের বসবাস করা একটি বাড়ি ছাড়াও পাশে আরও একটি বাড়ি ভাড়া দেওয়া আছে। সেখানে তিনটি ঘরে আলাদা ভাড়াটিয়ারা বসবাস করেন। শনিবার বেলা ১১টার দিকে মা ওই বাসায় ভাড়া তুলতে যান। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও মাকে পাওয়া যাচ্ছিল না। 

তিনি আরও জানান, শনিবার বিকেলে ভাড়াটিয়া আমিন মিয়ার ঘরে খুঁজে খাটের নিচে দেখি মা অচেতন অবস্থায় পড়ে আছেন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। স্থানীয়দের পিটুনিতে আহত আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের গলায় দাগ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |