ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রোববার, ২২ জানুয়ারি ২০২৩ , ০৮:৪৬ পিএম


loading/img

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে আলাদা টিকিট কাউন্টার খোলা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেণী ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ টিকিট কাউন্টারের উদ্বোধন করেন।

শাহীন আকতার বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ আলাদা কোনো জাতি নয়। সমাজ ও সাধারণ জনগণ তাদের আলাদা করে দেখে এবং নানাভাবে হয়রানি করে। এ জনগোষ্ঠীকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটাধিকার ও বাবার সম্পদে অংশীদারত্ব নিশ্চিত করেছেন। তারা এ দেশের মানুষ। তারা সব ধরনের সুযোগ-সুবিধা বৃহত্তর জনগোষ্ঠীর ন্যায় ভোগ করবেন। এটা নিশ্চিৎ করতে দেশে এই প্রথম রামেক হাসপাতালের বহির্বিভাগে আলাদাভাবে তাদের জন্য টিকিট কাউন্টার খোলা হলো।

এ সময় উপস্থিত ছিলেন, টিকিট কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ ও শরীফ সুমন, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহসাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি ও হিজড়া গুরু হিরা খানসহ তৃতীয় লিঙ্গের অন্যান্য সদস্যরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |