ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মেট্রোরেলে পল্লবী থেকে উত্তরা-আগারগাঁও, যত টাকা ভাড়া 

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ১০:৫৬ এএম


loading/img

রাজধানীর উত্তরা ও আগারগাঁওয়ের পর এবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের পল্লবী স্টেশনের দুয়ার।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার পর পল্লবী স্টেশনে এসে থামে মেট্রোরেল।

এবার যাত্রীরা খুব সহজে ও স্বল্প সময়ে পল্লবী থেকে উত্তরা ও আগারগাঁও পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এ নিয়ে তিনটি স্টেশনে থামছে মেট্রোরেল। এ স্টেশন চালুর পর মিরপুর, বেনারসিপল্লী, মিরপুর ১২, মিরপুর সাড়ে ১১, পুরবী এলাকার মানুষও মেট্রোরেলের সুবিধা পাচ্ছেন।

বিজ্ঞাপন

তবে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত যাতায়াত করতে যাত্রীদের ভাড়া গুনতে হবে ৩০ টাকা। একইভাবে পল্লবী থেকে আগারগাঁও যাতায়াতেও সমপরিমাণ ভাড়া দিতে হবে যাত্রীদের।

এ ছাড়া এদিন নতুন সময়ে চলাচল শুরু করে মেট্রোরেল।এখন থেকে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। 

বিজ্ঞাপন

তথ্যমতে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে। সেগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলোতেও যাত্রাবিরতি দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গেল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |