মাহাথিরকে ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা : নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ১১:০৫ পিএম


মাহাথিরকে ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মাহাথিরকে ছাড়িয়ে গেছেন। আগামী দিনের পৃথিবী শেখ হাসিনার কথা বলবে। শেখ হাসিনার উন্নয়নের কথা বলবে। এটাকে আমাদের ধরে রাখতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুল মঞ্চে তিন দিনব‍্যাপী জাতীয় চারণ কবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যা করার পর আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিহাস বিকৃত করা হয়েছে। যেহেতু রক্ত দিয়ে আমাদের এ সংস্কৃতি কেনা হয়েছে; ইতিহাস রচনা করা হয়েছে তাই কোনো ষড়যন্ত্রই সফল হতে পারেনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা অনেক ষড়যন্ত্র করেও বাংলাদেশের মানুষকে অভিষ্ঠ লক্ষ‍্য থেকে সরাতে পারেনি। জাতির পিতা ও ৩০ লাখ শহীদের স্বপ্নের স্বাধীনতার মাহেন্দ্রক্ষণে আমরা অপেক্ষা করছি। ১৬ কোটি মানুষের কেউ এখন না খেয়ে থাকে না। মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। এটাই স্বাধীনতার মূল সুখ। এ সুখ শুধু নয়; এটাকে আমাদের আরও এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে সংস্কৃতি। আমরা যদি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারি তাহলে সোনার বাংলা ধরে রাখতে পারব। সে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলায় জেলায় শিল্পকলা একাডেমি হচ্ছে। প্রত‍্যেকটি উপজেলায় শিল্পকলা একাডেমি হবে। শিল্পকলা একাডেমীগুলো হয়ে গেলে চারণ কবিদের চর্চাসহ সকল সংস্কৃতি কর্মকাণ্ডের চর্চা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ে অনেক শিল্পী বেরিয়ে আসবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখতে পাব।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় কবির নাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি চারণের বেশে নদীমাতৃক এ বাংলাদেশের নদীর তীরে তীরে, পাহাড়ে পাহাড়ে, পর্বতে পর্বতে; সমতলে ঘুরেছেন। তিনি ৬৪ জেলার ৫৬ হাজার বর্গমাইলের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সাথে কথা বলেছেন, জেনেছেন এবং সকলের সম্মিলিত উচ্চারণ যেটা আমরা ৭ মার্চের ভাষণে পাই। তিনি যে কবিতাটা পড়েছিলেন-" এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।" এটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ কবিতা। যে কবিতা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে; অধিকার প্রতিষ্ঠা করেছে। যে কবিতার পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণ হয়েছে এবং আমরা সে সোনার বাংলাকে ধরে রাখতে চাই। সোনার বাংলাকে ধরে রাখতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমাদের কবি সাহিত‍্যিকদের জানতে হবে; সেটাকে ধারণ ও লালন করতে হবে যেন কোন অপসংস্কৃতি আমাদের মধ‍্যে আঘাত না করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission