ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে ১ হাজার মানুষ পেল শীতের চাদর

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ জানুয়ারি ২০২৩ , ০৯:৫৮ পিএম


loading/img

সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট। পর্যায়ক্রমে সর্বমোট ১২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

বিজ্ঞাপন

রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ও কুশাখালী ইউনিয়নে শীত নিবারণে এক হাজার পিছিয়ে পড়া মানুষকে কম্বল ও চাদর দিয়েছেন তারা। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য সচিব মোশাররফ হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |