সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট। পর্যায়ক্রমে সর্বমোট ১২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ও কুশাখালী ইউনিয়নে শীত নিবারণে এক হাজার পিছিয়ে পড়া মানুষকে কম্বল ও চাদর দিয়েছেন তারা। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য সচিব মোশাররফ হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার প্রমুখ।