‘শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি। কারণ, আমরা মানুষ হব। মানুষ হয়ে জন্মালেই মানুষ হয় না। মানুষ হয়ে জন্মানোর পর মানুষ হতে হলে তার মানবিকতার গুণসহ আরও অনেক গুণ অর্জন করতে হয়। সেই জন্যই সুস্থ দেহ ও সুন্দর মন দরকার।
রোববার (৫ ফেব্রুয়ারি) শ্রীপুরের পিয়ার আলী কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরাতে না পারার কারণে, তারা এখন বইয়ের ওপর সোচ্চার হচ্ছে। নবম-দশম শ্রেণির বই ২০১৩ সালের। ভুল ধরা পড়েছে, আমরা সংশোধন করে দিয়েছি। কিন্তু একটা ভুল এতদিন কারও চোখে ধরা পড়েনি। আরও আগেই ধরা পড়া উচিত ছিল। পাঠ্য বইয়ে বানর থেকে মানুষ হওয়ার কথা বলা নেই। বরং বলা আছে মানুষ বানর থেকে হয়নি। বানর থেকে মানুষ হয়েছে এ কথা ঠিক নয়, তিনবার বলা আছে। আমাদের শিক্ষাক্রম পদ্ধতিতে এখন থেকে শিক্ষার্থীরা বারবার প্রশ্ন করবে। যত প্রশ্ন করবে ততই শিখবে।
এ সময় পিয়ার আলী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
মন্তব্য করুন