• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

‘পদযাত্রা আর শান্তি সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচি নয়’

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫
‘পদযাত্রা আর শান্তি সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচি নয়’
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপির পদযাত্রা আর আওয়ামী লীগের শান্তি সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচি নয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি বড় বড় সমাবেশ ডাকলে তাদের মাথা খারাপ হওয়ায় সম্ভাবনা থাকে। এ জন্য বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকে শান্তির জন্য। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এ জন্য আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। বিএনপি গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ মিছিল করছে, সেক্ষেত্রে সরকার কিংবা আওয়ামী লীগ বাধা দিচ্ছে না। পুলিশও বাধা দিচ্ছে না। আওয়ামী লীগ চায় একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলের বক্তব্য জনগণের মাঝে তুলে ধরা হোক।

তিনি বলেন, আসছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। সে জন্য সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশনও যথেষ্ট কঠোর ভূমিকা পালন করছে। বিগত কয়েকটি নির্বাচনই তার প্রমাণ। আগামী জাতীয় নির্বাচনও একইভাবে হবে। রাজনীতি শুধু শহরেই নয় গ্রামেও ছড়িয়েছে। দেশের একটি মাত্র দল আওয়ামী লীগ, যার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি এবং নেতাকর্মী আছে। বিএনপি এখনো এ পর্যায়ে পৌঁছাতে পারেনি।

চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বি এম আবুল বাশার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আয়বুব খান প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমপ্লিট শাটডাউনে জবি, সচিবালয় অভিমুখে পদযাত্রা
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ‘যমুনা’ অভিমুখে গণপদযাত্রা: ইয়ামিন মোল্লা
বিএনপির পদযাত্রায় বাধা, ৬ প্রতিনিধি যাচ্ছেন ভারতীয় হাইকমিশনে