• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৩
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জের কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিয়াজ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি হলেন, উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে শিমুল।

ইনচার্জ নিয়াজ মোর্শেদ জানান, শিমুল রোববার দুপুরে কোলাবাজারে একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে কাজ করছিলেন। এ সময় সে সময় তার কাছে থাকা রড সরাতে গেলে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন শিমুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু