ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জের কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিয়াজ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন, উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে শিমুল।
ইনচার্জ নিয়াজ মোর্শেদ জানান, শিমুল রোববার দুপুরে কোলাবাজারে একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে কাজ করছিলেন। এ সময় সে সময় তার কাছে থাকা রড সরাতে গেলে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন শিমুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।