গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকায় জমির দলিল জালিয়াতি মামলায় দুই ভাইসহ এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) গাজীপুর জজ কোর্টের আইনজীবী মো. হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক মো. নিয়াজ মাখদুম এ রায় দেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বাগবাড়ি এলাকার লাবিব উদ্দিন সরকারের ছেলে আবিদ হাসান সরকার লিমন ও মো. সায়মন সরকার এবং তাদের চাচাতো ভাই একই এলাকার হাজী রহমান সরকারের ছেলে নবু সরকার ওরফে উজ্জল সরকার। তাদের মধ্যে লিমন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
জানা গেছে, ২০১৯ সালে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ি মৌজার ১০০ শতাংশ জমির মালিক আনোয়ার হোসেনকে ভুয়া দাতা সাজিয়ে ঢাকা উত্তরার ১১ নম্বর সেক্টরের গোলাম মোস্তফার ছেলে নাসিরের নামে রেজিস্ট্রি করা হয়। পরে ২০২১ সালে নাসির লোকজন নিয়ে জমি দখল করতে যান। এ সময় জমির প্রকৃত মালিক আনোয়ার হোসেন বিষয়টি জানতে পেরে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে নাসির বায়নাপত্র দলিল দিয়ে আবিদ হাসান সরকার লিমনদের কাছে জমিটি রেজিস্ট্রি করে দেন।
এদিকে আদালত জমির প্রকৃত মালিক আনোয়ার হোসেনের টিপসই নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। এ সময় সিআইডির তদন্তকালে সাফ কবলা দলিলে উল্লেখিত দাতার টিপসই ভুয়া প্রমাণিত হয়।
আইনজীবী মো. হারুন অর রশীদ জানান, সিআইডির তদন্ত কর্মকর্তা গত ১৫ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। রোববার বিবাদী পক্ষের তিনজন মামলার জামিন নিতে আদালতে হাজির হয়। এ সময় বিচারক আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।