ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভাষা দিবসে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুরের কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শিশুদের মাঝে বাংলাদেশের ভাষা, স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতি জাগিয়ে তোলার জন্য প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা যুবলীগ।

এ সময় শিক্ষার্থীসহ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, শেখ ফজলুল হক মণির রাজনৈতিক জীবন ও দর্শনসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আকবর, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, হুমায়ুন কবির, দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার দুইটি গ্রুপে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |