বাগেরহাটের মোংলায় দুটি ভোল মাছ বিক্রি হয়েছে কেজি প্রতি ২৯ হাজার ১শ’ ৩৩ টাকায়। শুধুমাত্র এ মাছের মধ্যে বিশেষ ধরণের ফুলকা রয়েছে, যার কেজির মূল্য কয়েক লাখ টাকা। মাছ দুটি মোট বিক্রি হয়েছে ১৮ লাখ টাকায়। মোংলা মৎস অবতরণ কেন্দ্রে ও মৎস সমবায় সমিতির সভাপতি মো. আফজাল ফরাজী এ তথ্য দিয়েছেন।
সুন্দরবনের পূর্ব দুবলার চরে ফারুক হোসেন নামে এক জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ কিনেছেন মোংলার মাছ ব্যবসায়ী আল আমিন।
মাছ দুটি প্রক্রিয়াজাত করে ভালো দামে বিক্রির জন্য শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি চট্টগ্রামে পাঠিয়েছেন।
মোংলা বাজারের মাছ ব্যবসায়ী জয়মনি ফিশের মালিক আল আমিন জানান, সুন্দরবনের পূর্ব দুবলার চরে ফারুক হোসেন নামে এক জেলের জালে বড় দুটি দাতিনা ভোল মাছ ধরা পড়ে। একটি ওজন ৩৬ কেজি অন্যটির ২৭। মাছ দুটি দুবলার চরের নিলামে উঠানো হলে বড়টি ১১ লাখ ও ছোটটি ৭ লাখ টাকায় কিনে নিয়েছি। কেনার পর মাছ দুটি প্রক্রিয়াজাত করে বেশি দামে বিক্রির জন্য শনিবার চট্টগ্রামে পাঠিয়েছি।