গাজীপুরে প্রেমের প্রস্তাবে না বলায় ছুরিকাঘাতে এক পোশাককর্মী নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় বনরুপা রোডের মাথায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তানজিলা আক্তার (১৮)। অভিযুক্ত ব্যক্তির নাম ফয়সাল।
পুলিশ জানায়, ফয়সাল ও তানজিলা একই কারখানায় চাকরি করতেন। সে সুবাদে তানজিলাকে প্রেমের প্রস্তাব দেন ফয়সাল। তানজিলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে কারখানা কর্তৃপক্ষকে জানায়। এ কারণে চাকরি চলে যায় ফয়সালের। এরপরও তানজিলার পিছু ছাড়েননি ফয়সাল। একপর্যায়ে রোববার রাতে তানজিলা কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তার পিছু নেন ফয়সাল। এখানেও তানজিলা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে চান্দনা চৌরাস্তা বনরুপা এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে তানজিলাকে ছুরিকাঘাত করে ফয়সাল। এতে গুরুতর আহত হন তানজিলা।
এদিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ফয়সালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।