ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফটিকছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৩:৫৫ পিএম


loading/img

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রাণিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সব্বির রহমান সানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি  উপজেলা চেয়ারম্যান জনাব এইচ এম আবু তৈয়ব।

বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার (মুক্তা) ও ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (শাহীন)। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী। বক্তব্য রাখেন ফটিকছড়ি ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আহমদ,সহসভাপতি এ এস এম মিনহাজুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ।

বিজ্ঞাপন

এদিকে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঞ্চন-নগর ইউপি চেয়ারম্যান কাজী মুহাম্মদ দিদারুল আলম, রোসাংগিরি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়েব আল ছালেহী, সম্প্রসারণ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন চন্দ্র পাল, উপসহকারী বাবু পরিতোষ চাকমা, এফএআই জনি নাথ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |