চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রাণিম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সব্বির রহমান সানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব এইচ এম আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার (মুক্তা) ও ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (শাহীন)। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী। বক্তব্য রাখেন ফটিকছড়ি ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আহমদ,সহসভাপতি এ এস এম মিনহাজুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ।
এদিকে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঞ্চন-নগর ইউপি চেয়ারম্যান কাজী মুহাম্মদ দিদারুল আলম, রোসাংগিরি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শোয়েব আল ছালেহী, সম্প্রসারণ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন চন্দ্র পাল, উপসহকারী বাবু পরিতোষ চাকমা, এফএআই জনি নাথ।