ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দুই ভাইকে খুন

‘বাবাকে কাছে না পেয়ে ছেলেটা কেমন যেন হয়ে গেছে’

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:০৪ পিএম


loading/img

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যায় পরিবারে চলছে মাতম। এ ঘটনায় বাবাকে হারিয়ে নির্বাক হয়ে গেছে শিশু আনাস আহমেদ আদনান।

বিজ্ঞাপন

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ওষুধ ব্যবসায়ী আসলাম সানি ও পোল্ট্রি ব্যবসায়ী রনি আহমেদ। 

বিজ্ঞাপন

পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সানি ও তার চাচাতো ভাই মহিউদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। রোববার দুপুরে চলাচলের রাস্তায় ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মহিউদ্দিন ও তার ছেলেরা তাদের ওপর হামলা করে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী একই দিন রাতে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাদের দুটি বসতঘরসহ ৯টি ভাড়া দেওয়া কক্ষ পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসে। পুলিশ আসার আগেই বাড়িঘর আগুনে পুড়ে যায়।

রনির স্ত্রী সানজিদা আক্তার জানান, ‘আনাস ওর বাবার ভক্ত। রোববার থেকেই বাবাকে কাছে না পেয়ে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। ভালো করে কথা বলতে না পারলেও বারবার বাবা বাবা শব্দ উচ্চারণ করছে।’ 

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ড্রেনের পাইপ বসানোকে কেন্দ্র করেই দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে চাচাতো ভাইয়েরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |