• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৮
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আয়শা বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাউরা নবীনগর এলাকায় রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়শা বেওয়া (৫৫) উপজেলার নবীনগর গ্রামের মৃত শফি উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পাশে রেললাইন পার হতে গেলে বুড়িমারী থেকে থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউরা বাজারে নিয়ে আসার পথে বৃদ্ধার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনা শুনে একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন মাহফিলের স্থান জানালেন আজহারী
লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু