লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আয়শা বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাউরা নবীনগর এলাকায় রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা বেওয়া (৫৫) উপজেলার নবীনগর গ্রামের মৃত শফি উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পাশে রেললাইন পার হতে গেলে বুড়িমারী থেকে থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউরা বাজারে নিয়ে আসার পথে বৃদ্ধার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনা শুনে একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।