মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের সঙ্গে যেন শিক্ষার মান সমন্বয় থাকে, তার জন্য সরকার সিলেবাস পরিবতর্ন করছেন।
শনিবার (৪ মার্চ) দুপুরে বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন কারিকুলামের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হবে। প্রাইমারি থেকে নবম শ্রেণির শিক্ষার প্রবৃত্তি পরিবর্তন করা হচ্ছে। এ দেশের সার্টিফিকেট বিদেশে গিয়ে স্বীকৃতি পাবে না। কারণ, আর্ন্তজাতিক শিক্ষা নয় বলে। তাই সরকার বর্তমান যে নতুন ট্রানজিট গড়েছে, তাতে যেন আন্তর্জাতিকভাবে শিক্ষার সমন্বয় থাকে এবং মিল থাকেন।
বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান
কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম ইব্রাহিম খালেদসহ শিক্ষার্থী অভিভাবকরা ও নেতাকর্মীরা।