ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সায়েন্সল্যাবে বিস্ফোরণ : নিহতদের পরিচয় জানা গেছে

আরটিভি নিউজ

রোববার, ০৫ মার্চ ২০২৩ , ০২:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনের মধ্যে ১৩ জন হাসপাতালে ভর্তি। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে পর ভবনের একাংশ ধসে পড়েছে। 

নিহতরা হলেন, শরীয়তপুরের শফিকুজ্জামান (৪৫)। তিনি কম্পিউটার অপারেটর হিসেবে নিউ জেনারেশনে কর্মরত ছিলেন। তুষারের (৩৫) বাড়ি নরসিংদি জেলায়। তিনিও কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকা লালবাগের আব্দুল মান্নান (৬৫) পিয়নের চাকরি করতেন।

বিজ্ঞাপন

নিহতের বিষয়টি ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন নূরনবী (২৩),আকবর আলী (৫২), আশরাফুজ্জামান(৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী। 

এদিকে বিস্ফোরণ সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ভবনের বাসিন্দা ও পথচারীদের কেউ বলেছেন, পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজ করছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |