ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ মার্চ ২০২৩ , ০৬:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে মায়ের ওপর অভিমান করে মিনহাজ খান (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। 

বিজ্ঞাপন

রোববার (৫ মার্চ) দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বরাইয়া উত্তরপাড়া গ্রাম থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিনহাজ ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাউলিতা গ্রামের চৌকিদার গোলজার খানের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের মা লাইলী বেগম জানান, রোববার সকালে আমি বাজার-সদাই করতে স্থানীয় আওড়াখালী বাজারে যাই। পরে সেখান থেকে বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পাই। চিৎকার করলে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে মিনহাজ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মিনহাজ আমার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করছিল। তার চাহিদা পূরণ করতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে মিনহাজ।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের আবেদনের পেরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |