ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মূল্যতালিকা না টানানোয় ৫ দোকানকে জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ১১:২৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

মূল্যতালিকা না টানানোয় দিনাজপুরের হিলিতে পাঁচটি দোকানের মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি জানান, রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির একটা আশংকা দেখা দিচ্ছে। এটি রোধে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ হিলিতে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা না টানানোয় সতর্কতামূলক পাঁচটি দোকানের মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মসলার বাজার পরিদর্শন করা হয়েছে। রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। 

বিজ্ঞাপন

ভোক্তাদের নিকট থেকে যেন অধিক মূল্য নেওয়া না হয় সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মমতাজ বেগম। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |