• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রায় ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ৩

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২৩, ০৫:৩৩
ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় অভিযান চালিয়ে পৌনে চার কোটি টাকার হেরোইনসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর শহরের পাক পাহাড়পুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০), রামনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দামাইল ঝলঝলিপাড়ার ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, ৩টি চাকু, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে এ চক্রের মূলহোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১ 
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক