নিরপেক্ষ সরকার দাবি করে কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা. ইব্রাহীম রহমান বাবু বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি চায় একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এবং কোনো পাতানো নির্বাচন বাংলাদেশে আর হবে না। দমন-পীড়ন যত বাড়বে আন্দোলন তত বেশি বেগবান হবে। আমরা মুক্তি চাই, এ থেকে পরিত্রাণ চাই।
রোববার (২৬ মার্চ) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মহান স্বাধীনতা দিবসে শোভাযাত্রা ও র্যালির আয়োজন করা বিএনপি। এসময় এক সভায় এসব কথা বলেন ডা. ইব্রাহীম রহমান বাবু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলিম। এর বাইরেও বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।