সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী লরি ও সিএনজির সংঘর্ষে সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি শহীদ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজিচালক আবদুল হাই। এ সময় মিজান নামের এক সিএনজির যাত্রী আহত হয়েছেন। তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আশিকুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ডমুখী একটি সিএনজি পাবনা-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি শহীদ পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল হাইসহ দুজন নিহত হন।
তিনি বলেন, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।