ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাজবাড়ী হয়ে ভাঙ্গায় পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ , ০৯:২২ এএম


loading/img

‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’ রাজবাড়ী রেলওয়ে স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গায় গিয়েছে। ট্রেনটিতে কোচ রয়েছে সাতটি।

বিজ্ঞাপন

সোমবার (৩ এপ্রিল) রাত পৌনে ৮টায় ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে পার হবে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’। দুপুরে ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া ঘাট প্রান্তে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ট্রেনটির চালক আমি। ট্রেনের প্রথম চালক হতে পেরে আমি আনন্দিত। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, সৈয়দপুর থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে আসে। পরে একই দিন ৭টা ৪৫ মিনিটে ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |