ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৩১ কেজির বাগাড়

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ , ১০:৪৪ এএম


loading/img

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ৩১ কেজি ওজনের বাগাড় মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পলাশবাড়ি পৌরশহরে বাগাড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন এক জেলে।

নাম প্রকাশ না করে ওই জেলে (বিক্রেতা) জানান, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বিশালাকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য পলাশবাড়ি পৌর শহরে ওঠানো হয়। গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের মাছটি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এর আগেও ৪৫ কেজি ওজনের বাগাড় মাছ তার জালে আটকা পড়ছিল।
 
পলাশবাড়ির ক্রেতা সুমন মিয়া জানান, বড় আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। সামর্থ্য না থাকায় এককভাবে নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা কয়েকজন মিলে ৭০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৭০০ টাকায় ক্রয় করি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |