ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মির্জা ফখরুলদের কাছে সব কিছুই ফাঁদ মনে হয় : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ০৮:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাছে সব কিছুই ফাঁদ মনে হয়।

বিজ্ঞাপন

সোমবার (১০ এপ্রিল) বিকেলে চাঁদপুরের গণি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমরা বলছি এবারও সিটি করপোরেশন নির্বাচন পূর্বের নির্বাচনগুলোর মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। বিএনপি সুষ্ঠু ও স্বাভাবিক রাজনৈতিক ধারায় নেই। তারা সবার জন্য সারাক্ষণ ফাঁদ পাততে পাততে এখন যেকোনো জায়গায় যা কিছু দেখেন সব উদ্যোগকেই ফাঁদ মনে করেন।  

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের ইচ্ছা হচ্ছে সময়মতো একটি নির্বাচন করা। সেটাকেও তারা তাদের বিকৃত মস্তিষ্ক দিয়ে ফাঁদ হিসেবে দেখছে। তাদের চিন্তাটাই বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। 

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান বাবুল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, অ্যাডভোকেট হেলাল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |