নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শারাফাত (২৪)। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে চাটখিল পৌর শহরের মারকাজ মসজিদ সংলগ্ন রামগঞ্জ-ঢাকা মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারাফাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির হারুন মোল্লার ছোট ছেলে।
আহতরা হলেন উপজেলার বদলকোট গ্রামের মো. সুমনের ছেলে সমর চৌধুরী (১৮), মোহাম্মদপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে তানভীর (১৭), একই গ্রামের আবুল বাহারের ছেলে সাকিবুল হাসান (১৭), কুমিল্লার মোজাফফরগঞ্জের মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইমাম (২০), চাটখিল পৌরসভার সাহেব আলীর ছেলে মো. রুবেল (২৪) এবং মনোহরগঞ্জ উপজেলার পানচাইলের মোহাম্মদ সোহেলের ছেলে শাওন (১৪)।
জানা গেছে, উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে মোটরসাইকেলে করে চাটখিলে যাচ্ছিলেন শারাফাত। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। আর এতেই ঘটনাস্থলে শারাফাত নিহত হন। এ ঘটনায় আহত হন পথচারীসহ ছয়জন। আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে শারাফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত ছয়জনের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।