ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ফেসবুকে কটূক্তি, দণ্ড হিসেবে পড়তে হবে মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ এপ্রিল ২০২৩ , ১০:০৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশককে কটূক্তির দায়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপির দুই নেতাকে এক বছরের প্রবেশন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তাদেরকে মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই পড়ার নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) বেলা ৩টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিএনপির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।

বিজ্ঞাপন

বগুড়া জেলা আদালতের সরকারি কৌঁসলি (পিপি) ইসমত আরা জানান, জরিমানার দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা বাদীকে আর এক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। 

আসামি পক্ষের আইনজীবী মাহমুদুর রহমান রুমন জানান, রায়ে তাদেরকে বাদীর কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার নির্দেশ দেন আদালত। পাশাপাশি ২০টি বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই পড়া এবং সাইবার সচেতনতা বিষয়ক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আদালতে জরিমানার অর্থ দুই লাখ টাকা জমা দেওয়ায় তাদেরকে কারাভোগ করতে হবে না। তবে আদালতের শর্ত অনুযায়ী তিন মাস পর পর হাজিরা দিতে হবে।

এক্ষেত্রে আইন অমান্য করলে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আরও এক লাখ টাকা জরিমানাসহ তিন লাখ টাকা জরিমানা করা হবে। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

মামলার বাদী বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক মহাস্থান’-এর প্রকাশক তানভীর আলম ওরফে রিমন জানান, ২০২০ সালের ১৬ নভেম্বর ‘হেনা গংদের কাছে জিম্মি বগুড়া বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম। ওই প্রতিবেদন প্রকাশের পাঁচদিনের মাথায় ২০২০ সালের ২১ নভেম্বর যুবদল নেতা আদিল শাহরিয়া গোর্কি ফেসবুকে তার বিরুদ্ধে কটূক্তি করেন। তার আটদিন পর ২০২০ সালের ২৯ নভেম্বর বিএনপি নেতা আলী আজগার তালুকদার হেনাও অনুরূপভাবে তার ফেসবুক আইডি থেকে কটূক্তি করে পোস্ট দেন। 

তিনি বলেন, বিষয়টি জানার পর আমি ২০২১ সালের ১ জানুয়ারি ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করি। পরবর্তীতে মামলাটি রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এরপর আদালতের নির্দেশে পুলিশের পক্ষ থেকে ২০২১ সালের ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। দীর্ঘ শুনানির পর আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন আদালত।

রায়ের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। যার মাধ্যমে ভুল স্বীকার করে বাদীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |