ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ , ১০:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ি পৌরশহরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নকলা-নাকুগাঁও সড়কে গরুহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা উপজেলার দামনা গ্রামের সাইফুল ইসলাম (৩৬) ও নালিতাবাড়ি উপজেলার তন্তর গ্রামের আব্দুর রশিদ (৩৫)। গুরুতর আহত হয়েছেন নালিতাবাড়ি উপজেলার কালাকুমা গ্রামের শহিদুল ইসলাম (২৮)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে দুই আরোহী নিয়ে বেপরোয়া গতির ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল নালিতাবাড়ির দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম, আবদুর রশিদ ও শহিদুল ইসলাম। 

স্থানীয়রা তাদেরকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরিন সেবা দুজনকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ি আবাসিক প্রকৌশলী সুশান্ত পাল সংবাদমাধ্যমকে বলেন, ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি প্রকল্পের অধীনে কনস্ট্রাকশন কোম্পানির বৈদ্যুতিক খুঁটিগুলো অনেক আগে থেকেই রাখা ছিল। সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |