মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আমেরিকা পরিবহনের সঙ্গে রাজধানী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর মহাসড়কের একটি লেনে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক থেকে যানবাহন উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছেন।