ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

দিনাজপুরে প্রস্তুত গোর-এ শহীদ ঈদগাহ ময়দান

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ , ০৪:৪১ এএম


loading/img

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ শহীদ ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রায় ২২ একর আয়তনের গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে শুধু দিনাজপুর নয়, আশপাশের জেলার মানুষও অংশগ্রহণ করেন। এবার ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

বিজ্ঞাপন

ঈদের নামাজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা যেন নামাজে অংশ নিতে পারেন এ জন্য প্রচার-প্রচারণা ও নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে। ঈদগাহজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশের সুযোগ পাবেন। ১৯টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা প্রবেশ করবেন, শুধু জায়নামাজ ও ছাতা সঙ্গে নেওয়া যাবে।

বিজ্ঞাপন

হুইপ ইকবালুর রহিম দিনাজপুর ছাড়াও বিভিন্ন জেলার মুসল্লিরা যাতে অংশগ্রহণ করতে পারেন এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম জানান, মুসল্লিদের সুরক্ষায় থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। 

আয়োজক কমিটির সদস্য রমজানুল ইসলাম জানান, মাঠে মাইক বসানো হবে ১১০টি। এছাড়া ইমাম সাহেবকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ৫ শতাধিক মুকাব্বির নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য ক্যাম্প, ২৫০টি  ওযুখানা এবং পানি খাবার ব্যবস্থা রাখা হয়েছে। ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাসেমী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |