ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঈদের দিন সচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ২২ এপ্রিল ২০২৩ , ০১:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

অপারেশনাল কার্যক্রম ও সাপ্লাই চেইন ঠিক রাখতে ঈদের দিনও সচল থাকবে চট্টগ্রাম বন্দর। তবে শুধুমাত্র ঈদের দিন সকাল থেকে ৮ ঘণ্টা সকল কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা বন্দরের সব ধরনের কাজ বন্ধ থাকবে। এরপরই কনটেইনার স্থানান্তর, সংরক্ষণ, ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞাপন

জানা গেছে, ঈদের দিন এক শিফটের কাজ বন্ধ থাকার পরবর্তী সময়ে বন্দরের কার্যক্রম ২৪-৭ চালু থাকবে। সকল আমদানি রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডক সমূহসহ বন্দর সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকে ঈদের ছুটিকালীন তাদের পণ্য ডেলিভারি নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কনটেইনারের স্তূপ জমেছে। গতকাল ২০ এপ্রিল বন্দর ইয়ার্ডে ৩৭ হাজার ৪৪৬ টিইইউএস কনটেইনার ছিল। আজ ২১ এপ্রিল বন্দরে ৩৫ হাজার ১০২ টিইইউএস পণ্য-ভর্তি কনটেইনার পড়ে আছে।

সচিব মো. ওমর ফারুক বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। ঈদের দিন কেবল এক শিফটের জন্য বন্দরের ভেতরে কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকেল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |