ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

তিন হাজার মাদকসহ গ্রেপ্তার বৃদ্ধ 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ এপ্রিল ২০২৩ , ০৬:১৯ পিএম


loading/img

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন হাজার মাদকদ্রব্যসহ মো. আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায় পরিত্যক্ত মিলের সামনে অভিযান চালিয়ে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল শ্রী নারায়ণপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি এন মো. আবুল হাশেম সবুজ।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ২ হাজার ৯৩৮ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়।  

এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |