ঝালকাঠির সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ঈদের তৃতীয় দিনে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নরুল্লাপুর ও মহাদিপুর নয়রাস্তা গ্রামবাসীর মধ্যে বারইকরণ গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. রাজু (২০), মো. সাজু হাওলাদার (৪৫), সেলিম গোমস্তা (১৮), লাল চান হাওলাদার (১৪) ও কুদ্দুস হাওলাদার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৩০), মো. সোহাগ (৩০), এনামুল হক (৩০), জাহিদুল ইসলাম (৩২), মো. আল-আমিন (২৮), মো. শফিকুল হাওলাদার (৩০), মো. হানিফ খান ( ৫৫), মো. হাসান খান (২৭) ও শহিদুল হাওলাদার (৩৫)।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে পোনাবালিয়া ইউনিয়নের মহোদীপুর ও নুরুল্লাপুর গ্রামের দুই দল তরুণ-যুবকদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে সোমবার দুপুরে এনাম গ্রুপ ও রাকিব গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের প্রায় ১৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর দু’জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।