ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ , ১২:৫৮ পিএম


loading/img
মিঠুন ভাবুক (বাঁয়ে) ও সত্য পাণ্ডের বিরুদ্ধে মামলা হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

বিজ্ঞাপন

বুধবার (২৬ এপ্রিল) কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন, ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও শচীন পাণ্ডের ছেলে সত্য পাণ্ড (২৪)। তারা এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। 

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় ভুক্তভোগী স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা মিথুন ও সত্য পাণ্ডে ভুক্তভোগীর মুখে ওড়না পেঁচিয়ে একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়।

ভুক্তভোগীর বাবা জানান, আমি এ ঘটনায় মামলা করেছি। আসামিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা এ ঘটনায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |