ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত 

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ এপ্রিল ২০২৩ , ১০:৫৪ এএম


loading/img
ফাইল ছবি

বরিশাল নগরীতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (৩০ এপ্রিল) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর কাউনিয়া আকন ভিলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

নিহত ব্যক্তি ওই এলাকার উত্তম সরকারের ছেলে ওম সরকার (১২)। তিনি নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওম সরকারসহ আরও চার থেকে পাঁচজন কিশোর শনিবার বিকেলে আকন ভিলার তিনতলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে ওম বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের মসজিদের ছাদে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওম নিচে দেওয়ালের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |