ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই হাসপাতালে 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ মে ২০২৩ , ০৯:৪৮ এএম


loading/img

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১ মে) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোবববার (৩০ এপ্রিল) রাত ১টায় ওই জোনের কলাতলী জিয়া গেস্ট ইন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম সোহেল রানা (৩০)। তিনি কক্সবাজার সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। আটককৃত ব্যক্তির নাম  মুন্না (২০)। 

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার রাতে ওই জোনে সদর থানার পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। পরে একই দিন রাতের অন্ধকারে জিয়া গেস্ট ইন পাশে তিন ছিনতাইকারী অবস্থান করছিল। এ সময় তাদের সন্দেহ হলে তাদের তল্লাশি করতে চাইলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী মুন্নাকে আটক করতে গেলে সে এএসআই সোহেলকে ছুরিকাঘাত করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |